বান্দরবানে ভোটারদের ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আদিলুর রহমান খানের
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য ভোটারদের উদ্দীপিত করেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১৬ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলার চড়ুইপাড়া এলাকায় অনুষ্ঠিত এক সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “দীর্ঘদিন পর দেশে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং দেশের গণতান্ত্রিক ধারা আরও দৃঢ় হবে।”
তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে এসে নাগরিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া এবং গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সভায় অংশ নেন।
এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে একটি প্রচার সভায় অংশগ্রহণ করেন। পরে এডিবির অর্থায়নে কালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করেন।
স্থানীয়রা আশা করছেন, এই ধরনের প্রচার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি গণভোটে ভোটারের উপস্থিতি বাড়াতে সাহায্য করবে।
১৭৯ বার পড়া হয়েছে