সারাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের জামিরুল ইসলাম জামু (৩৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।
দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামের জামিরুল ইসলাম জামু (৩৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, জামিরুল ইসলাম জামু আপন চাচীকে হত্যার ঘটনায় মেহেরপুরের গাংনী থানায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জামিরুল ইসলাম জামু ও তার ৮-১০ জন সহযোগী স্থানীয় যুবক তারিকুল হোসেনকে (৩০) জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে সহযোগীরা পালিয়ে যায়, কিন্তু স্থানীয়দের সাহায্যে জামিরুল ইসলাম জামুকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করা জামিরুল ইসলাম জামুকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১৩৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন