চালনার রাধা গোবিন্দ মন্দিরে দিনব্যাপী ঐতিহ্যবাহী পিঠা উৎসব
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার বৌমার গাছতলার কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই উৎসবে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।
দুপুরের পর থেকে শত শত নারী মন্দির প্রাঙ্গনে পিঠা তৈরিতে অংশ নেন। প্রায় একশত কাঠের চুলায় সারিবদ্ধভাবে পিঠা তৈরির দৃশ্য মন্দির চত্বরে এক অনন্য আবহ সৃষ্টি করে। উৎসবে চিতই পিঠা, সারা পিঠা, চুষি পিঠা, তেলের পিঠাসহ নানা ধরনের রসালো ও ঐতিহ্যবাহী পিঠা প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত এসব পিঠা পরে ভক্তদের মাঝে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।
পিঠা উৎসবকে ঘিরে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির প্রাঙ্গনে নানাবিধ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রায় দুই হাজার ভক্তের মধ্যে পিঠা বিতরণ করা হয়।
পিঠা তৈরির তদারকি ও সার্বিক আয়োজনে উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি অতিন মন্ডল, সাধারণ সম্পাদক বিলাস বিশ্বাস, কোষাধ্যক্ষ সুভাষ হালদার, সহসভাপতি প্রবীণ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বলাই রায় ও রনি মন্ডল। এছাড়া সদস্যদের মধ্যে মিলন রায়, কমলেশ রায়, হরিপদ মন্ডল, উত্তম মণ্ডল, শিশির হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সম্পাদিকা নন্দিতা রায়, সহসম্পাদিকা চম্পা বাছাড়, ইতি মজুমদার, রুপা বিশ্বাস, মনিতা মন্ডল, শর্মিষ্ঠা সাহা, ছন্দা মন্ডল, সুনিতা রায়, শ্যামলী বিশ্বাস, তাপসী কবিরাজ, শ্রাবণী রায়সহ আরও অনেকে।
সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে এবারের পিঠা উৎসব চালনা পৌর এলাকায় এক স্মরণীয় আয়োজন হিসেবে ভক্তদের মনে স্থান করে নিয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে