বিপন্ন বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৃক্ষরোপণ কার্যক্রম
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশীয় ও বিপন্ন প্রজাতির বৈলাম গাছ সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় প্রতীকী বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা ভ্রমণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরিবেশ সংগঠক মাহবুবুর ইসলাম পলাশ।
এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় মাগুরা জেলার সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবন চত্বরে একটি বৈলাম গাছ রোপণ করা হয়। মাগুরা জেলা ছিল তাঁর এ উদ্যোগের ৫৫তম গন্তব্য।
অনুষ্ঠানে বৈলাম গাছ রোপণের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও পরিবেশকর্মীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, বৈলাম গাছ একটি গুরুত্বপূর্ণ দেশীয় প্রজাতি হলেও অপরিকল্পিত উন্নয়ন ও অবহেলার কারণে এটি আজ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই গাছ সংরক্ষণ করা হলে পাখি, কীট-পতঙ্গসহ নানা প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আলফাজ উদ্দিন, ছাত্র প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় মাহবুবুর ইসলাম পলাশ বলেন, দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ সংরক্ষণে এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি প্রাণহীন বাংলাদেশ পাবে। বৈলাম গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি আমাদের প্রকৃতি ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। এই কর্মসূচির মাধ্যমে তিনি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করতে চান।
তিনি আরও বলেন, প্রতিটি জেলায় প্রতীকীভাবে বৈলাম গাছ রোপণের মাধ্যমে একটি পরিবেশবান্ধব আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ডা. আলফাজ উদ্দিন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মাধ্যমে মাহবুবুর ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিবেশ শিক্ষা ও দূষণবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাগুরায় ৫৫তম জেলা সম্পন্ন করার মাধ্যমে তিনি ৬৪ জেলার লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছেছেন।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই দেশের পরিবেশ আন্দোলনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে