ভোট সচেতনতার বার্তা নিয়ে বাগেরহাটে ‘গণভোট ২০২৬’ প্রচারণা যান
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের সচেতন করতে ‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক বার্তা বহনকারী একটি সচেতনতামূলক যান বাগেরহাটে পৌঁছেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ মাঠে কার্যক্রম শুরু করে যানটি।
দুপুর ১২টা থেকে স্থানীয় জনগণের জন্য গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরে নানা তথ্যভিত্তিক আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, এ কার্যক্রম কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা নয়; বরং ভোটারদের সচেতনভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করতে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।
সচেতনতামূলক যানটিতে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) প্রদর্শিত হয়। এসব ভিডিওতে অতীতের গণতান্ত্রিক ব্যর্থতা, সীমান্তে হত্যাকাণ্ড, নিপীড়ন এবং নারীদের বঞ্চনার চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট তথ্য অফিসের উপপরিচালক মুইনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) সুশমিতা সাহা এবং স্থানীয় বাসিন্দারা।
বিকেলে গাওলা ও কোডালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে একই ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। আগামী শনিবার (১৭ জানুয়ারি) ফকিরহাট উপজেলার নালধা, লোকপুর ও মুলগর এলাকাতেও এই প্রচারণা চলবে।
বাগেরহাট তথ্য অফিসের উপপরিচালক মুইনুল ইসলাম জানান, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের পাশাপাশি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, তথ্য অফিস এবং জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে গণভোট ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বেড়েছে।
১১৯ বার পড়া হয়েছে