২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার মা-মেয়ের মরদেহ
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর মা ও কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রোকেয়া রহমান (৩২) ও তার কন্যা জোবাইদা রহমান ফাতেমা (১৪)। পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত রোকেয়ার স্বামী শাহীন আহমেদ জানান, তার মেয়ে জোবাইদা স্থানীয় গৃহশিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রাইভেট পড়ত। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় পড়া শেষে মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন রোকেয়া রহমান। এরপর থেকেই মা ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরদিন ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহীন আহমেদ। পরে গত ৬ জানুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গৃহশিক্ষিকা মিম আক্তারের ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
তল্লাশির সময় ঘরের খাটের নিচ থেকে রোকেয়া রহমানের অর্ধগলিত মরদেহ এবং বাথরুমের ছাদের অংশ থেকে তার কন্যা ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রনি চৌধুরী বলেন, “লোকমুখে খবর পেয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করি। সেখান থেকেই দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।”
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১১৭ বার পড়া হয়েছে