ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈষম্যহীন নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নসহ একদফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক পে-স্কেল নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করতে হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজমুল হক, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে