হাদির মৃত্যু নিয়ে ‘কটূক্তি’: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৩:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলা এলাকা থেকে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামের ওই নেতা গ্রেপ্তার হন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শেখ আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, হাদির মৃত্যু সংক্রান্ত ফেসবুক মন্তব্য সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার কারণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ইমরানের বিরুদ্ধে বিজয়নগর থানায় আগে থেকেই একটি নাশকতা মামলা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
২৭৬ বার পড়া হয়েছে