জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুতুব উদ্দিন তালুকদার
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির পিএনডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার। জেলা পর্যায়ের বাছাই কমিটির সিদ্ধান্ত ১৩ জানুয়ারি (সোমবার) নিশ্চিত করেছে।
এছাড়া জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন কলাপাড়া উপজেলার নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রেসিডেন্ট এওয়ার্ড অর্জনকারী ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শিক্ষার্থী মো. হিজবুল্লাহ। উপজেলা পর্যায়ে ব্যক্তিগতভাবে ৭ জানুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ১৯টি ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে উপজেলার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়। ১৪ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিযুক্ত। তিনি পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গলাচিপা উপজেলার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং দক্ষিণ পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইংরেজি ও কম্পিউটার বিষয়ে দক্ষ, গলাচিপা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কোষাধ্যক্ষ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি ও জেএসসি পরীক্ষার ইংরেজি পরীক্ষক এবং জাতীয় শিক্ষাক্রমের মাষ্টার ট্রেনার হিসেবেও কাজ করেছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নকিব উদ্দিন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংগঠনের নেতৃবৃন্দ তাদের অভিনন্দন জানিয়েছেন।
প্রাপ্ত এই সম্মান নিয়ে মুহাম্মদ কুতুব উদ্দিন তালুকদার বলেন, “এই অর্জন উপজেলা মাধ্যমিক স্তরের সকল শিক্ষকদের। সকলের ভালবাসায় আরও এগিয়ে যেতে চাই।”
১১১ বার পড়া হয়েছে