আলোচিত ইউপি সদস্য কামাল হত্যা মামলার আট আসামি কারাগারে
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৪:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়ার আলোচিত ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আট আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কক্সবাজারের আলোচিত কামাল মেম্বার বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলার এজাহারভুক্ত আট আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে দীর্ঘদিন ধরে চলমান এই বহুল আলোচিত মামলার বিচার প্রক্রিয়ায় নতুন গতি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—উখিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরী, আবদুর রহিম, তোফাইল আহমদ, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। তারা সবাই উখিয়ার মনখালী এলাকার বাসিন্দা।
মামলার বাদী ও নিহত কামাল হোসেনের ভাই সাহাব উদ্দিন আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমার ভাইকে অত্যন্ত নৃশংস ও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আসামিদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর সিদ্ধান্তে আইনের শাসনের প্রতি আমাদের আস্থা আরও বেড়েছে। আমরা চাই হত্যাকাণ্ডে জড়িত সবাই যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”
এর আগে এসব আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে চলাফেরা করছিলেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, গত বছরের ৮ জুলাই উখিয়ার মনখালী এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে ইউপি সদস্য কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন রাতে ফার্মেসি থেকে ওষুধ আনতে বের হওয়ার পর রাত ১১টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধারের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়, যা কক্সবাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় নিহত কামালের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, কামাল মেম্বারের আরও দুই ভাইও পূর্বে একইভাবে হত্যাকাণ্ডের শিকার হন বলে জানা গেছে, যা পুরো পরিবারকে ঘিরে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।
১৭৮ বার পড়া হয়েছে