কলাপাড়ায় কৃষকদের মাঝে ব্র্যাকের বীজ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ব্র্যাকের ‘দাবি+’ কর্মসূচির আওতায় প্রায় ৪ শত প্রান্তিক কৃষকের মাঝে সূর্যমুখী বীজ (হাইসান-৩৩) ও হাইব্রিড ধান বীজ (আলোড়ন) বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১:৩০টায় উপজেলা ব্র্যাক কার্যালয়ে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর নেফাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি+) মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি+) মীর সোহেল, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, শাখা ব্যবস্থাপক দাবি+ এম এ হান্নান, সিনিয়র শাখা ব্যবস্থাপক বর্গা চাষি উন্নয়ন প্রকল্পের শিব শংকর বিশ্বাস এবং অন্যান্য শাখা ও কর্মসূচি ব্যবস্থাপকরা।
বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের হাইব্রিড বীজ চাষে আধুনিক পদ্ধতি সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সময় কৃষকরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছেন এবং মাঠ পর্যায়ে ফলন বৃদ্ধি সম্পর্কিত দিকনির্দেশনা গ্রহণ করেন।
প্রশিক্ষণের পাশাপাশি ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স সেবা এবং শস্য নিরাপত্তা বীমা সম্পর্কেও কৃষকদের অবহিত করা হয়েছে। আয়োজকরা জানান, ব্র্যাকের এই ধরনের কার্যক্রম প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৫৫ বার পড়া হয়েছে