মাদারীপুরে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের কালিকাপুর ইউনিয়নের মধ্য হাসনাবাদ গ্রামে মঙ্গলবার গভীর রাতে ইতালি প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা টিনশেড ঘরের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে ঘর তছনছ করেছে।
ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আলামিন পাটোয়ারী ও ইমন পাটোয়ারী। তারা মরহুম দওলত আলী পাটোয়ারীর সন্তান।
দুর্ঘটনার পর আলামিনের মা, সুমা আক্তার (৫০) কান্নাজড়িত কণ্ঠে জানান, দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতার কারণে তিনি মাদারীপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকার পরিকল্পনা করেছেন। কয়েক দিন বোনের বাড়িতে অবস্থান করার পর গতকাল সকালে বাড়ি ফিরলে ঘর তছনছ অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, 'আমার ২৬ বছরের সংসার আজ ডাকাতরা সব তছনছ করে নিয়ে গেছে। মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও চেকবই ছাড়া আর কিছু রইল না।' সুমা আক্তার মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছেন।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাত বলেন, 'ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
১২৬ বার পড়া হয়েছে