মাদারীপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিনব কৌশলে ১১ লাখ টাকা চুরি
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতরে অভিনব কৌশলে এক নারীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে দলিল রেজিস্ট্রেশনের কাজে আসা এক সেবাপ্রার্থীর সঙ্গে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহফুজা বেগম মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী এলাকার ঠান্ডু সিপাহীর স্ত্রী।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, জমি কেনার উদ্দেশ্যে মাহফুজা বেগম ওই দিন সকালে ব্যাংক থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করে সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। অফিসে প্রবেশের পর একটি নারী ও একটি পুরুষ কৌশলে তাঁর সামনে কিছু খুচরা টাকা ও কয়েন ফেলে দেয়। পরে তারা সেগুলো তুলে দিতে অনুরোধ করে। সরল বিশ্বাসে মাহফুজা বেগম নিচু হয়ে টাকা তুলতে গেলে, সেই সুযোগে তাঁর পাশে রাখা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত সটকে পড়ে চোরচক্রটি।
ঘটনাটি বুঝতে পেরে তিনি চিৎকার করে ধাওয়া করলেও অফিসে থাকা মানুষের ভিড়ের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কান্নাজড়িত কণ্ঠে মাহফুজা বেগম বলেন, “সরকারি অফিসের মতো জায়গায় এসে আমার জীবনের সঞ্চিত টাকা হারাব, তা কল্পনাও করিনি। এই টাকাই ছিল আমার সবকিছু। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।”
সরকারি কার্যালয়ের ভেতরে এমন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, “নগদ টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তাছাড়া সাব-রেজিস্ট্রার অফিসে নগদ অর্থ লেনদেনের কোনো নিয়মও নেই।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমরা সাব-রেজিস্ট্রার অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছি। দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১১৫ বার পড়া হয়েছে