অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের কালকিনিতে অনুমোদনের চেয়ে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার অভিযোগে এক গ্যাস ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে পৌর এলাকার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে যমুনা কোম্পানির ডিলার আবুল হাসনাত (৪৮)-এর প্রতিষ্ঠানে লাইসেন্সের অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে সেখানে অতিরিক্ত সিলিন্ডার মজুদের বিষয়টি নিশ্চিত হয়। এ সময় সংশ্লিষ্ট আইন অনুযায়ী আবুল হাসনাতকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, “লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
১১৬ বার পড়া হয়েছে