সুদ ব্যবসায়ীদের কবল থেকে ভ্যান উদ্ধার, অসহায় পরিবারকে ফিরিয়ে দিল পুলিশ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরের ডাসারে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এক ভ্যানচালককে মারধর করে তার ব্যাটারিচালিত ভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর অভিযান চালিয়ে ভ্যানটি উদ্ধার করে অসহায় পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ডাসার থানা পুলিশ।
থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতবাড়ি গ্রামের আজিজ মোল্লার ছেলে সেকান্দার মোল্লা জীবিকার তাগিদে একই ইউনিয়নের আলিসা কান্দি গ্রামের সুদ ব্যবসায়ী আজিজুল বেপারীর কাছ থেকে ২০ হাজার টাকা সুদে ধার নেন। তিনি নিয়মিতভাবে প্রতি মাসে সুদের টাকা পরিশোধ করে আসছিলেন। তবে আর্থিক সংকটের কারণে গত এক মাসের সুদের টাকা পরিশোধ করতে না পারায় মঙ্গলবার সন্ধ্যায় আজিজুল বেপারী তার লোকজন নিয়ে সেকান্দার মোল্লাকে মারধর করে তার ব্যাটারিচালিত ভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয় বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর সেকান্দার মোল্লা বাদী হয়ে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যানটি উদ্ধার করে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করে।
ভুক্তভোগী ভ্যানচালক সেকান্দার মোল্লা বলেন, “আমি নিয়মিত সুদের টাকা দিতাম। এক মাস দিতে না পারায় তারা আমাকে মারধর করে ভ্যান, মোবাইল ও টাকা নিয়ে গেছে। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ আমার ভ্যানটি উদ্ধার করে দিয়েছে। এখন বাকি মালামাল ফেরত পাওয়ার আশা করছি।”
এ বিষয়ে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগীর ভ্যান উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ফোন ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধারে এবং অভিযুক্তদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
১১৬ বার পড়া হয়েছে