জামালপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিভাইস জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী উমর ফারুক, সাইদুর রহমান, ইব্রাহীম খলীল, ওমর আল ফারুক, বুলবুল আহমেদ, সোলাইমান, নাজমুল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা ঘটেছে। যদিও পরীক্ষার আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু জামালপুরের একাধিক কেন্দ্রে সেসব নিয়ম যথাযথভাবে মানা হয়নি।
তারা আরও বলেন, কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীরা অন্য পরীক্ষার্থীদের ডিভাইস ব্যবহার করতে দেখেও কেন্দ্র কর্তৃপক্ষকে জানালে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগকারীদের কাছে ভিডিও প্রমাণ চাওয়া হয় এবং অভিযুক্তদের নিরাপদে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতসব অনিয়মের পরও পরীক্ষাকে ‘নিরপেক্ষ’ বলা হয়েছে, যা হতাশাজনক ও প্রশ্নবিদ্ধ।
বক্তারা ৯ জানুয়ারির পরীক্ষা বাতিল করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পুনরায় পরীক্ষা গ্রহণেরও জোর দাবি তোলেন তারা।
মানববন্ধন শেষে পরীক্ষার্থীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশিদের কাছে মৌখিকভাবে তাদের দাবি তুলে ধরেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
১১৪ বার পড়া হয়েছে