ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ৭ জন গ্রেপ্তার
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিঘারকান্দা ফিশারি মোড় এলাকায় মামলার আসামি স্থানীয় সাগর আলীর ছেলে আরিফুল ইসলামকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং হামলাকারীরা হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
আহতদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
ওসি নাজমুস সাকিব আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
১৬৯ বার পড়া হয়েছে