লুট হওয়া ৪৬২টি এলপিজি সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরে ডাকাতির ঘটনায় লুট হওয়া এলপিজি গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানা পুলিশের একটি দল আশুলিয়ার গোকুলনগর টানপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব খালি সিলিন্ডার উদ্ধার করে।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, গত ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাস কোম্পানির খালি এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানার বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালককে কুপিয়ে আহত করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয় এবং চালককে সড়কের পাশে ফেলে রেখে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই শিবচর থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গোকুলনগর টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া সিলিন্ডারগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দারা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
২১০ বার পড়া হয়েছে