সর্বশেষ

জাতীয়সেনা অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি বিএনপির
রাজধানীর শেরেবাংলার নিজ বাসায় জামায়াত নেতা আনোয়ার উল্লাহ নিহত
তিতাসের পাইপলাইন বিস্ফোরণে উত্তরা–খান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
এক বাসায় একাধিক পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, তদন্ত ও ব্যবস্থা চায় বিএনপি
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ ইসির
বিতর্কিত তিন নির্বাচন ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার ফল: তদন্ত কমিশন
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
পল্টনে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, ডিবির হাতে আটক ২
মগবাজারে ডিবি'র অভিযান মাদকদ্রব্যসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারী বিরুদ্ধে ডিএমপির অভিযান, ২৪০৭ মামলা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা বিএনপির নেতা মাসুদ বহিষ্কার
জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় চারজনের কারাদণ্ড
মাদারীপুরে কাভার্ডভ্যানের সাথে ভ্যানের সংঘর্ষ, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
সাতক্ষীরার তালায় বাসচাপায় জেলা ছাত্রদলের সাবেক নেতা নিহত
মানিকগঞ্জ হাসপাতালে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ
বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ, ২ জন আটক
কলাপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
আন্তর্জাতিকট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে, সাহায্যের আশ্বাস
টানা দুই সপ্তাহের বিক্ষোভে রক্তক্ষয়ী ইরান, নিহত প্রায় দুই হাজার: রয়টার্স
ইরানে বিক্ষোভে আটক যুবকের মৃত্যুদণ্ড আগামী বুধবার কার্যকর
ইরান ত্যাগে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান
খেলাবাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে হবে কি না, অনিশ্চয়তা কাটেনি
সারাদেশ

বাসায় একাধিক পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, তদন্ত ও ব্যবস্থা চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালট একাধিক ব্যক্তি একটি বাসায় বসে গণনা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’ নেতারা এ কাজে জড়িত এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরে বিএনপি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বাসার ভেতরে কয়েকজন ব্যক্তি একাধিক পোস্টাল ব্যালট গণনা করছেন। ব্যালটের খামে প্রবাসী ভোটারদের ঠিকানা হিসেবে বাহরাইনের নাম দেখা যায়।

প্রায় ৭ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে ভিডিও ধারণে বাধা দেওয়ার দৃশ্যও রয়েছে। সেখানে একজনকে বলতে শোনা যায়, ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে পড়তে পারে এবং এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এমনকি প্রবাসীদের পোস্টাল ভোট কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও বলা হয়।

ভিডিও যাচাই করে দেখা গেছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। এ ছাড়া আরও একটি ২৭ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একইভাবে অনেকগুলো পোস্টাল ব্যালট গণনার দৃশ্য দেখা যায়। ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে জুনায়েন বিন সাদ নামের একজন দাবি করেছেন, এটি ওমানে জামায়াতের এক নেতার বাসার ভিডিও। কেউ কেউ আবার প্রথম ভিডিওটিকেও বাহরাইনে জামায়াতের একজনের বাসার বলে দাবি করছেন।

২৭ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম-৩ সংসদীয় আসনের নাম উল্লেখ করতে শোনা যায়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং এটি দেশের বাইরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন দেশে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক
শনিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা চলে।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন—এমন ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, কমিশন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়েছে এবং কারচুপির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা ব্লক করার কথাও জানিয়েছে।
নজরুল ইসলাম খানের ভাষায়, “যাঁরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কারচুপির চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রবাসীদের জন্য পোস্টাল ভোট
উল্লেখ্য, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এর আগে আইন থাকলেও কার্যকর সুযোগ সীমিত ছিল। এবারে নির্বাচন কমিশন ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থা চালু করেছে এবং সে অনুযায়ী নির্বাচনী আইনে সংশোধন আনা হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম শেষ হয় গত ৫ জানুয়ারি।

ইসি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন পেয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটার রয়েছেন ৭ লাখ ৬০ হাজারের কিছু বেশি। বাকি নিবন্ধনকারীদের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা, আনসার-ভিডিপি সদস্য এবং কারাবন্দীরাও রয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন