সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স। মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ চারজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টাস্কফোর্স। মঙ্গলবার বিকেলে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পিটিআই বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় চারজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তায়েফ উল্লাহ হুজাইফ শুনানি শেষে সাজা ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা-কামারপাড়ার মো. জহুরুল ইসলাম এবং রেহাইচর আদর্শপাড়ার মো. রহমত আলীকে তিন দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়। অপর দুই নারীকে পৃথকভাবে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, জেলায় মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন