চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জেলা তথ্য অফিসের প্রচারণা
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রদান ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রচারণা অনুষ্ঠান আয়োজন করেছে জেলা তথ্য অফিস।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনার পাশাপাশি সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম ওয়াসিম ফিরোজসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে