কলাপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবন ও জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত একজন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (রাত সাড়ে ১০টা) উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ওই এলাকার আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে মোরশেদ আলী পাপ্পু (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রকাশ্যে মাদকদ্রব্য অ্যালকোহল (মদ) সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক। তিনি জানান, অভিযানে কলাপাড়া থানা পুলিশ সহযোগিতা করে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
১১১ বার পড়া হয়েছে