অপরাধীদের মাদারীপুরে ঠাঁই হবে না: বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
৫ আগস্টের আগে ও পরে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের অনেকেই বর্তমানে পলাতক কিংবা কারাগারে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া। তিনি বলেন, সাধারণ শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের ভয়ের কোনো কারণ নেই, কারণ তারা কোনো অন্যায় বা খুনের রাজনীতির সঙ্গে যুক্ত নন।
রোববার (১১ জানুয়ারি) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহান্দার আলী মিয়া আরও বলেন, মাদারীপুরে টেন্ডারবাজ, চাঁদাবাজ, ভূমিদস্যু কিংবা সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। দেশের প্রচলিত আইন মেনে চললে কেউ ক্ষতিগ্রস্ত হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ভোটের বিষয়ে তিনি বলেন, ভোট দেওয়া বা না দেওয়া ভোটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত; তবে তিনি নির্বাচিত হোন বা না হোন, মাদারীপুরে কোনো অপরাধীর আশ্রয় হবে না। দলের পরিচয় নির্বিশেষে টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও প্রবীণ বিএনপি নেতা খন্দকার কামরুল হাসান তুষুর সভাপতিত্বে এবং বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মফিজ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরীফ মো. সাইফুল কবীরসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং বাস-ট্রাক মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১০৯ বার পড়া হয়েছে