চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার সিরাজুল ইসলাম (৪০)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
মামলার অপর দুই আসামী শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার এবং সাদেকুল ইসলাম অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
সিরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগডাঙ্গা খাঁকচাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫। অভিযানের সময় দুইজন পালিয়ে গেলেও সিরাজুল ইসলামকে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরদিন র্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম ২০২০ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে