গোপালগঞ্জে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শতভাগ সতর্কবানী পুনর্ব্যক্ত
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান।
এ সময় তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে এবং প্রশাসন শতভাগ সতর্ক অবস্থানে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন। এদিন তিনি আরও পরিদর্শন করেন বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
১০৬ বার পড়া হয়েছে