সারাদেশ
গোপালগঞ্জ-০১ আসন (মুকসুদপুর–কাশিয়ানী) থেকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শিমুলের মনোনয়ন বৈধ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-০১ আসন (মুকসুদপুর–কাশিয়ানী) থেকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরের পর অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে আসনটিতে নির্বাচনের চিত্র অনেকটাই বদলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন প্রার্থী আশরাফুল আলম শিমুলের ভাই ব্যারিস্টার নাজমুল আলম। তিনি জানান, নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে কমিশন শিমুলের পক্ষে রায় দিয়েছেন।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে আশরাফুল আলম শিমুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন শিমুল। কমিশন তার আপিল গ্রহণ করে শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আদেশ প্রদান করে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন