সারাদেশ
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এক অভিযানে এসব শাড়ি উদ্ধার করা হয়।
কুমিল্লা সীমান্তে বিজিবি'র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এক অভিযানে এসব শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শিবের বাজার বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে বদরপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি অটোরিকশাসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন