সারাদেশ
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান সম্প্রতি একটি ইসলামী জলসায় বিতর্কিত মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।
জামায়াত নেতার বিতর্কিত মন্তব্য: ভিডিও ভাইরাল, নেটিজেনে আলোচনা
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান সম্প্রতি একটি ইসলামী জলসায় বিতর্কিত মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই। আমি অনুরোধ করি- কোরআন ও আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।'
ভাইরাল হওয়া ভিডিওর পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।
এ বিষয়ে মিজানুর রহমান জানিয়েছেন, তিনি ওই জলসায় মাস দুয়েক আগে বক্তব্য দিয়েছেন। তবে ভিডিওটি কেটে জোড়া লাগানো হয়েছে এবং তিনি সরাসরি এভাবে বলেননি। তিনি বলেছেন, মূল বক্তব্যে তিনি সবাইকে কোরআনের পথে আসার আহ্বান জানিয়েছেন।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন