সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিসিডিবি-এমএফপি। সংস্থাটির উদ্যোগে অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সিসিডিবি-এমএফপি। সংস্থাটির উদ্যোগে অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, ইস্রাফিল হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে দুস্থ মানুষের সুরক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন অতিথিরা।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন