লংগদুতে ভুয়া ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, চার যুবক আটক
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির লংগদু উপজেলায় ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় চার যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকার সেগুনবাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলায় ব্যস্ত থাকলে অভিযুক্ত চারজন নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাদের আটক করে। এ সময় তারা জোরপূর্বক নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মারধর করে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে লংগদু সেনা জোনে নিয়ে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. ইকরাম হোসেন (২৭), পিতা মৃত শাহাবুদ্দিন; মো. আরিফুল ইসলাম রাজু (২৪), পিতা মো. খলিলুর রহমান; মো. ইয়াছিন (৩৪), পিতা মৃত আবদুল সালাম; এবং মো. শাহজাহান (৩৪), পিতা মো. মেহের আলী।
লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সোমবার (১২ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৬ বার পড়া হয়েছে