লভ্যাংশের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ: ক্যালিক্স সমিতির প্রধান গ্রেফতার
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রতি লাখ টাকায় মাসে ২ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’-এর মূল উদ্যোক্তা মো. আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)কে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অর্থ আত্মসাৎ চক্রের প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে পরিচালিত ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করত। পরে সেই অর্থ উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া হলেও গ্রাহকদের প্রতিশ্রুত লভ্যাংশ কিংবা মূল টাকা ফেরত দেওয়া হতো না।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই প্রতারণামূলক কার্যক্রমের মাধ্যমে তারা প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় ডিএমপির মুগদা থানায় আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলা রুজু রয়েছে।
মুগদা থানা পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
ডিএমপি কর্তৃপক্ষ বলছে, সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা দ্রুত, পেশাদার ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে