রংপুরকে আবারও হারাল রাজশাহী, পয়েন্ট টেবিলে দুইয়ে ওয়ারিয়র্স
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল রাজশাহী ওয়ারিয়র্স।
রবিবার ৭ উইকেটের স্বস্তিদায়ক জয়ে মাঠ ছাড়ে রাজশাহী। এর আগে লিগ পর্বে সুপার ওভারেও রংপুরকে হারিয়েছিল দলটি।
১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রাজশাহী। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ছিলেন অবিচল। ৫৯ বলে অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে তিনি জয়ের ভিত্তি গড়ে দেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।
ওয়াসিমের সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যোগ্য সঙ্গ দেন। ৪২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন শান্ত, যেখানে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। দুজনের ৮২ রানের জুটিতে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। শান্ত আউট হওয়ার সময় রাজশাহীর সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। এরপর জেমস নিশাম দ্রুত ১ রানে ফিরলেও রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ১৯.১ ওভারেই জয় নিশ্চিত করেন ওয়াসিম।
রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪৩ রান খরচায় দুটি উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৭৮ রান। ওপেনার তাওহীদ হৃদয় ছিলেন দলের ভরসা। ৮টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। পাওয়ারপ্লে থেকেই আক্রমণাত্মক ছিলেন হৃদয়। পরে খুশদিল শাহর সঙ্গে জুটি গড়ে ইনিংসের গতি বাড়ান। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে হৃদয়ের দুর্দান্ত ইনিংস শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি।
এই জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স।
১১৯ বার পড়া হয়েছে