কুমারখালী দলিল লেখক সমিতির সভাপতি দ্বীন মহম্মদ মন্টু বিশ্বাস আর নেই
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী দলিল লেখক সমিতির সভাপতি দ্বীন মহম্মদ মন্টু বিশ্বাস আর নেই। রোববার (আজ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
দুর্গাপুর গ্রামের বাসিন্দা দ্বীন মহম্মদ মন্টু বিশ্বাস এলাকায় একজন অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমারখালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দীন বাবুর বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সংকটাপন্ন অবস্থায় লাইভ সাপোর্টে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা আজ বাদ এশা কুমারখালী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে কুমারখালীর দুর্গাপুর গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
২২৮ বার পড়া হয়েছে