মহিপুরে গভীর রাতে প্রবাসীর বাড়ি থেকে গৃহবধূ ও যুবক আটক, এলাকায় উত্তেজনা
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে গভীর রাতে এক গৃহবধূ ও এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
শনিবার রাতের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক যুবক মো. শামিম মহিপুর থানার ধুলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। আটক গৃহবধূ সুরমা আক্তার (২৬) এক সন্তানের জননী এবং তিনি একজন সৌদি আরবপ্রবাসীর স্ত্রী। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে প্রবাসীর বাড়িতে ওই গৃহবধূ ও যুবকের উপস্থিতি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা বাড়িতে প্রবেশ করে তাদের হাতেনাতে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
১২০ বার পড়া হয়েছে