মুসাব্বির হত্যার প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও শহিদুল্লাহ সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ এই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং বিদেশ থেকে এর ইন্ধন দেওয়া হচ্ছে। তারা এই ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।
১৬৩ বার পড়া হয়েছে