নাটোরে ‘রাবিয়ান নাটোর’ এর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে রাবিয়ান নাটোরের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “রাবিয়ান” নাটোর জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবিয়ান এ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাবিয়ান ড. নুরুল ইসলাম, নাটোর জেলার সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, বিশিষ্ট শিল্পপতি শামসুল ইসলাম মল্লিক, নাটোর জেলা রাবিয়ানের সদস্য সাইফুল ইসলাম পলাশ, হাবিবুল ইসলাম হেলাল, আবু হাসান তালুকদার, অরুন ঘোষ, আব্দুর রহিম, শাজাহান আলী, এম. জাহিদুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাবিয়ান নেতারা অনুষ্ঠানে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরা হয়।
১৪৫ বার পড়া হয়েছে