আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট
ফাইনালে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৪:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারীদের খেলাধুলার প্রসার ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে প্রথমবারের মতো আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার বিকেলে কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশ।
সরেজমিনে দেখা যায়, গড়াই নদীর তীর ঘেঁষা এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলাকে কেন্দ্র করে শত শত দর্শকের উপস্থিতি। মাঠে ব্যাট হাতে দৃপ্ত খেলোয়াড়দের পাশাপাশি বল হাতে ছুটে চলা নারী ক্রিকেটারদের পারফরম্যান্সে করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ।
বিকেএমএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আরিফা খাতুন বলেন, ড. নাসের ফাউন্ডেশন অত্যন্ত সুন্দর আয়োজন করেছে। তাঁর দল আগের দিন পরাজিত হলেও শেখার উদ্দেশ্যে তিনি ফাইনাল খেলা দেখতে এসেছেন।
কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের খেলোয়াড় মায়া খাতুন বলেন, এলাকায় আধুনিক মানের খেলার মাঠ, প্রশিক্ষক ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। এসব সুযোগ পেলে কুমারখালীর মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলতে পারত।
কবি ও নাট্যকার লিটন আব্বাস বলেন, কুমারখালীর মাটি শিল্প-সাহিত্য ও খেলাধুলার জন্য অত্যন্ত উর্বর। তবে উদ্যোগের অভাবে অনেক প্রতিভা বিকশিত হচ্ছে না। এমন আয়োজন ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন। তিনি বলেন, “দেশের এই সময়ে নারী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন আমাদের শক্তি ও সাহস জোগায়। শীতের পড়ন্ত বিকেলে মেয়েদের খেলায় আমি মুগ্ধ ও অনুপ্রাণিত।”
তিনি আরও বলেন, “ছেলেদের আগেই এ দেশের নারীরাই বিশ্বকাপ জয় করবে—এটাই আমার প্রত্যাশা। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নারীরা আরও এগিয়ে যাবে এবং মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
নুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, ইউনিভার্সিটি অব ওয়াটারলু (কানাডা)-এর ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক খান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।
ড. নাসের ফাউন্ডেশনের সভাপতি ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ড. মো. আবু নাসের জানান, আটটি আন্তঃস্কুল দলের অংশগ্রহণে দুইদিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ভবিষ্যতেও নারী ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন ড. নাসের ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এবং কৃষি শিক্ষা গবেষক ও মহেন্দ্রজন সংস্কৃতি ধারা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর।
২২৯ বার পড়া হয়েছে