ফিলিপিন্সে বর্জ্যস্তূপ ধসে নিহত ১, নিখোঁজ ৩৮
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফিলিপিন্সের মধ্যাঞ্চলে সেবু সিটিতে একটি আবর্জনা স্তূপ ধসে ২২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং ৩৮ জন নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় ১২ পরিচ্ছন্নকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল সেবু সিটির বিনালিউ আবর্জনা সংরক্ষণাগার। কর্মকর্তারা জানিয়েছেন, বর্জ্যস্তূপের নিচে চাপা পড়াদের অধিকাংশই ওই সংরক্ষণাগারের কর্মী বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ময়লার স্তূপ ধসে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়।
উদ্ধার কাজের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৩০০ কর্মী মোতায়েন করা হয়েছে। খননযন্ত্র, অ্যাম্বুলেন্স এবং দমকলের ট্রাক ঘটনাস্থলে কাজ করছে। সেবু সিটির মেয়র নেস্টর আর্চিভাল ফেসবুকে জানিয়েছেন, সব উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধান ও উদ্ধার কার্যক্রমে পূর্ণভাবে নিয়োজিত।
সেবু সিটি কাউন্সিলর জোয়েল গারগানেরা বলেন, “এ ঘটনা আচমকা হলেও মূলত বাজে বর্জ্য ব্যবস্থাপনার ফল। বিভিন্ন প্রতিষ্ঠান পাহাড় কাটে, মাটি খুঁড়ে এবং সেখানে জঞ্জাল ফেলে নতুন আবর্জনার স্তূপ তৈরি করে। এটি কোনো পরিচ্ছন্ন বর্জ্যস্থল নয়, বরং খোলা ময়লার ভাগাড়।”
সেবু ফিলিপিন্সের ভিসাইয়াস অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও যোগাযোগ কেন্দ্র। এখানকার মতো বড় শহরগুলোর বেশিরভাগ এলাকায় অনিয়ন্ত্রিত আবর্জনা স্তূপ দেখা যায়, যা প্রায়ই নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
১৩৭ বার পড়া হয়েছে