বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নেই: দুলু
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে যখনই সংকট, বিপদ কিংবা আঘাত এসেছে, তখনই জিয়া পরিবার দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যিনি নেতৃত্ব দিতে সক্ষম, তার নাম তারেক রহমান। বর্তমান সময়ে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলার ৭ নম্বর হালসা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু আরও বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও ত্যাগই বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য সুফিয়া হক, নাসিম উদ্দিন নাসিম ও কাজী শাহ আলম। এছাড়াও জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২১০ বার পড়া হয়েছে