ক্র্যাব নির্বাচনে নিহাল ও আনসারীর বিজয়ে কেজেএফডির অভিনন্দন
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে ১৫৬ ভোট পেয়ে নিহাল হাসনাইন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৩৪ ভোট পেয়ে আইয়ুব আনসারী নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
এক অভিনন্দন বার্তায় কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক রনজক রিজভী জানান, নবনির্বাচিত এই দুই সাংবাদিক সংগঠনের গর্বিত সদস্য। তারা দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা চর্চা করে আসছেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের এ সাফল্যে ফোরামের সদস্যরা আনন্দিত ও গর্বিত বলে বার্তায় উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, ক্র্যাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক পদে বাংলা টিভির এম এম বাদশাসহ নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যকে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা আশা প্রকাশ করে জানায়, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারিত্বে ক্র্যাব আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে এবং অপরাধ সাংবাদিকতার পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।
একই সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সফল ও ফলপ্রসূ কার্যকাল কামনা করা হয়।
২০৫ বার পড়া হয়েছে