রাউজানে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজান উপজেলায় সাবেক এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জানে আলম সিকদার (৩৪) রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে বাড়ির গেটসংলগ্ন উঠানে দাঁড়িয়ে ছিলেন জানে আলম। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে উপস্থিত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বসা এক যুবক খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর দুটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রাউজান উপজেলা যুবদলের নেতারা জানান, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে জানে আলম কিছুদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। তবে অতীতে তিনি উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিহতের পরিবারের দাবি, জানে আলমের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। কী কারণে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
১৩৮ বার পড়া হয়েছে