সারাদেশ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সরিষাবাড়ীতে তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ টাকা
স্টাফ রিপোর্টার, জামালপুর
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ও পোগলদিঘা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে আওনাস্থ আম্মা ব্রিকস, এমভি ব্রিকস এবং পোগলদিঘা ইউনিয়নের নাজ ব্রিকসে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক ইটভাটাকে অর্থদণ্ড প্রদান করে, যার মোট পরিমাণ ৪ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। অভিযানে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সন্দীপ বিশ্বাসসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন