চাঁপাইনবাবগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এমাদুল করিমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টার দিকে গোমস্তাপুর থানাধীন রহনপুর ইউনিয়নের মিরাপুর (বাইনধারা পুকুর) এলাকায় একটি আমবাগানের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. আকতারুল ইসলাম (৩৫)। তারা দু’জনই গোমস্তাপুর থানার বাসিন্দা।
আটকের পর তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
১১৬ বার পড়া হয়েছে