খালেদা জিয়ার জানাজাই তাঁর জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ : সালাহউদ্দিন আহমদ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তিনি এ দেশের মানুষের কতটা আপনজন ছিলেন।
নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন বলেই তাঁর জানাজা ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে। এর মাধ্যমেই স্পষ্ট হয়, এ দেশের মানুষ তাঁর ওপর কতটা আস্থা ও ভরসা রাখতেন।
সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় স্থানীয় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছেন। এই পথে তাঁকে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন, ব্যক্তিজীবনে অনেক বেদনা সহ্য করেছেন; কিন্তু বিনিময়ে পেয়েছেন এ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা। তাঁর নেতৃত্বেই দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন তাঁর ত্যাগ ও অবদান স্মরণ করব। এই শোককে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। শুধু সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য নয়, এই শক্তি দিয়ে বাংলাদেশ ও জাতির পুনর্গঠনে এগিয়ে যেতে হবে, যেন মানুষ বুঝতে পারে—এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে।
দোয়া মাহফিলে রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
১৬৪ বার পড়া হয়েছে