সাতক্ষীরায় সার কারখানায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে ভেজাল সার উৎপাদন ও নিম্নমানের দস্তা, বোরন ও টিএসপি সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়।
রবিবার রাতের দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ বদরুদ্দোজার নেতৃত্বে সুলতানপুর বড়বাজারের সার, বীজ ও বালাইনাশকের দোকান এবং কারখানাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বড়বাজারের দুটি ভেজাল সার প্রস্তুতকারী কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স রবি এন্টারপ্রাইজ ও মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক উদ্ধার করা হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(৩) ও ৮(২) ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাদণ্ড থেকে রেহাই পান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ বদরুদ্দোজা জানান, জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক কৃষি বিভাগের হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করা হবে। তিনি আরও বলেন, ভেজাল সার ব্যবহারে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি কৃষকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে সন্দেহজনক সার বা কীটনাশক ক্রয়ের ক্ষেত্রে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন এবং সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে