সর্বশেষ

জাতীয়ভোররাতে ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প
আজ থেকে মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু
কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, শীত আরো বাড়বে : আবহাওয়া অফিস
সারাদেশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে যুবকের মৃত্যু
ঘন কুয়াশায় সিরাজগঞ্জে তীব্র শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ
সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক
আন্তর্জাতিকমাদুরোর দেহরক্ষী হত্যার অভিযোগে ভেনেজুয়েলার তীব্র নিন্দা
খেলামোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার নির্দেশ বিসিসিআইয়ের
যুব বিশ্বকাপের জন্য আজিজুলের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
জাতীয়

শিক্ষা পণ্ডিত ও শিশু সাহিত্যে আলোকিত পথিকৃৎ প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক

রনজক রিজভী
রনজক রিজভী

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা বিস্তারে যাঁরা পথিকৃৎ ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক অন্যতম একজন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে যেমন পরিচিত, তেমনি একজন গভীর মননশীল শিক্ষা পণ্ডিত, ইসলামী দর্শনের গবেষক, শিশু সাহিত্যের নিবেদিত সাধক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাবিদ হিসেবেও সুপরিচিত।

একজন শিক্ষাবিদ হিসেবে ড. সাদেকের গবেষণা ও লেখালেখির ক্ষেত্র বহুমাত্রিক। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা উল্লেখযোগ্য, যার একটি বড় অংশ দর্শন, শিক্ষা-দর্শন ও ইসলামী দর্শনকে কেন্দ্র করে রচিত। ইসলামী নৈতিকতা, মানবিক মূল্যবোধ, জ্ঞানতত্ত্ব এবং সমকালীন সমাজে ইসলামের ভূমিকা- তাঁর প্রবন্ধ ও গবেষণায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন একাডেমিক জার্নালে তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা তাঁকে একজন স্বীকৃত ইসলামী দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শিশু সাহিত্যে প্রফেসর ড. সাদেকের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শিশু সাহিত্য ভাবনা ও চর্চায় পরিস্কার করেছেন- শিশুদের জন্য সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও চিন্তাশীল মানস গঠনের অন্যতম হাতিয়ার। তাঁর শিশুদের উপযোগী গল্প, রচনা ও শিক্ষামূলক সাহিত্যচর্চায় এই দর্শন বারবার উঠে এসেছে। তাঁর শিশু সাহিত্যকর্মে নীতিবোধ, সততা, মানবপ্রেম, ধর্মীয় সহনশীলতা ও কৌতূহলপ্রবণ মানসিকতার বিকাশ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সহজ ভাষা, হৃদয়গ্রাহী বর্ণনা ও শিক্ষামূলক বক্তব্যের সমন্বয়ে তাঁর লেখা শিশুদের চিন্তাজগৎকে সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে চলেছে।

অধ্যাপক সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, সৌদি আরব, জর্ডান, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে তাঁর লেখা বই ও জার্নাল প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অর্থনীতি বিষয়ে পেশাগত গ্রন্থ ও প্রবন্ধের পাশাপাশি বাংলা সাহিত্যে তাঁর প্রকাশনার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ, ভ্রমণবিষয়ক বই, ছোটগল্প, শিশু সাহিত্য ও ছড়া, গবেষণাভিত্তিক প্রবন্ধ। ড. সাদেক একজন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, গবেষক, সমাজ সংস্কারক, সমাজহিতৈষী এবং একজন দক্ষ সংগঠক।

দেশ ও বিদেশে অধ্যাপনার মধ্য দিয়ে ড. সাদেক আন্তর্জাতিক অঙ্গনেও নিজের চিন্তা ও জ্ঞানচর্চার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা তাঁর শিক্ষা-ভাবনাকে বিশ্বজনীন রূপ দিয়েছে এবং শিক্ষাকে মানবকল্যাণের একটি বৈশ্বিক দায়িত্ব হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছে।

একজন শিক্ষাবিদ হিসেবে ড. সাদেকের অন্যতম প্রধান অর্জন হলো এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠা। এই বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা উপাচার্য। দেশের উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা, নৈতিক ও মানবিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং মধ্যবিত্ত ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ, এই লক্ষ্য নিয়ে তিনি AUB প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে একটি স্বতন্ত্র একাডেমিক পরিচয় গড়ে তুলেছে। এখানে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়- যা তাঁর দর্শনচিন্তারই প্রতিফলন।

শিক্ষা, ইসলামী দর্শন ও শিশু সাহিত্য- এই তিন ধারার সমন্বয়ে প্রফেসর ড. সাদেক যে মননশীল ও মানবিক বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য গড়ে তুলেছেন, তা বাংলাদেশের শিক্ষা ও সাহিত্য অঙ্গনে অনন্য। তাঁর জীবন ও কর্ম প্রমাণ করে, প্রকৃত শিক্ষাবিদ সেই ব্যক্তি, যিনি মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেন- শিশু থেকে প্রাজ্ঞ পর্যন্ত সকল স্তরে।

 সফল সমাজচিন্তক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেকের জীবন ও কর্মের মাঝে শিক্ষা কেবল পেশা নয়, এটি একটি সাধনা। জ্ঞানচর্চা, মানবকল্যাণ ও নৈতিক উৎকর্ষের সমন্বয় ঘটিয়ে তিনি যে শিক্ষাদর্শন প্রতিষ্ঠা করেছেন, তা বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত। একজন শিক্ষক, গবেষক ও প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। 

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন