সর্বশেষ

জাতীয়ভোররাতে ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প
আজ থেকে মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু
কুয়াশা ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, শীত আরো বাড়বে : আবহাওয়া অফিস
সারাদেশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে যুবকের মৃত্যু
ঘন কুয়াশায় সিরাজগঞ্জে তীব্র শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ
সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে মালয়েশিয়াগামী ২৭৩ জন আটক
আন্তর্জাতিকমাদুরোর দেহরক্ষী হত্যার অভিযোগে ভেনেজুয়েলার তীব্র নিন্দা
খেলামোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার নির্দেশ বিসিসিআইয়ের
যুব বিশ্বকাপের জন্য আজিজুলের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
সারাদেশ

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, নওগাঁ
স্টাফ রিপোর্টার, নওগাঁ

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ জেলা কারাগারে আটক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

আব্দুর রশিদ (৫৫) নামে ওই নেতা শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বিষয়টি সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেছেন।

মৃত আব্দুর রশিদ নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত কান্দুর প্রামাণিকের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিস্ফোরক আইনের একটি মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আটক ছিলেন। শনিবার হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হলে মাত্র ২৫ মিনিট পর ৪টা ৩৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ডেপুটি জেলার আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফার রাত ৮টার দিকে বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেলে হাসপাতালে আনা হয়। তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত ছিলেন এবং হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মারা যান।

এদিকে তার মৃত্যুর খবরে রাণীনগরের নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোক ও হতাশা বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে রাণীনগর উপজেলার কুজাইল গ্রামে ‘অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু’ নামে একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মোতালেব হোসেন নামে এক যুবলীগ নেতাকেও আটক করা হয়। পরদিন ২৬ ডিসেম্বর তাদের আদালতে সোপর্দ করা হয়।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন