সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা ১১ আসনে ডা. আবদুল্লাহ তাহেরের মনোনয়ন বৈধ, বাতিল ৩১টি
কুমিল্লা প্রতিনিধি
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান শনিবার বিকেল পর্যন্ত এই যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেন।
এর মধ্যে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মো. তাহেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশিরভাগই ভোটার তালিকার ১ শতাংশ তথ্যের সঙ্গে অসামঞ্জস্যতা এবং মনোনয়নপত্রে স্বাক্ষরজনিত ত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।
১৬৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন