পিরোজপুরের তিন আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এ সময় তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে, দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের শর্তে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পৃথক সময়ে পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পিরোজপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় তা পরবর্তীতে দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে দাখিল করা হলে তাদের মনোনয়ন বৈধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, “পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ১৬টি মনোনয়নপত্রের মধ্যে ১১টি বৈধ ঘোষণা করা হয়েছে। তিনটি বাতিল করা হয়েছে এবং দুইটি মনোনয়নপত্রের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”
১২৫ বার পড়া হয়েছে