জয়পুরহাটের দুই আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ থাকলেন ৭ জন
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৪ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়া এই সিদ্ধান্ত জানান।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, জয়পুরহাট-১ আসনে মনোনয়ন দাখিল করা ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জনের এবং জয়পুরহাট-২ আসনে ৬ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—জয়পুরহাট-১ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সুলতান মোহাম্মদ সামছুজ্জামান, খেলাফত মজলিসের প্রার্থী মো. আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন। জয়পুরহাট-২ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির এস এ জাহিদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুর ইসলাম ও মো. আব্বাস আলী।
অন্যদিকে, বৈধ প্রার্থী হিসেবে টিকে রয়েছেন জয়পুরহাট-১ আসনে বিএনপির মো. মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর মো. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মো. ওয়াজেদ পারভেজ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী তৌফিকা দেওয়ান।
জয়পুরহাট-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. আব্দুল বারী, জামায়াতে ইসলামীর এস এম রাশেদুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা।
মনোনয়ন বাছাই শেষে নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হবে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।
১৫৬ বার পড়া হয়েছে